শার্শায় কৃষককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় মুক্তার আলী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার অগ্রভুলট গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুক্তার আলীর সঙ্গে প্রতিবেশী মামা মাজহারুল ইসলামের কথা কাটাকাটি হয়। এ সময় মাজহারুল ইসলামের দুই ছেলে মাসুম ও মামুন ধারালো অস্ত্র দিয়ে মুক্তার আলীর গলায় কোপ মারে।
এতে ঘটনাস্থলেই মুক্তার আলী নিহত হয়। হত্যার খবর পাওয়ামাত্র লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা সবাই পলাতক রয়েছে। জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসআর