ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবক কারাগারে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সোহান খাঁ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবককে আসামি করে শনিবার (০২ জানুয়ারি) ভুক্তভোগী ছাত্রীর বাবা কুমারখালী থানায় মামলা দায়ের করেন।
পরে একই দিন ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
অভিযুক্ত সোহান খাঁ কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের ঘোষপাড়া এলাকার মোফাজ্জেল খাঁর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাতে ভুক্তভোগী ছাত্রীর বাড়ির সামনে গিয়ে তার মোবাইলে কল করে অভিযুক্ত সোহান খাঁ। ওই ছাত্রীকে ডেকে বাড়ির পাশের একটি বাঁশবাগানের মধ্যে নিয়ে যায়। একপর্যায়ে তিনি ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন।
বিষয়টি বুঝতে পেরে তাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে ছাত্রী। কিন্তু তাকে ছেড়ে না দেওয়ায় ছাত্রী চিৎকার শুরু করে। চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সোহান পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ঘটানোর পর থেকে ওই যুবক ও স্থানীয় একটি মহল ১ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। তবে শেষরক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ওই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সোহানের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএসআর