প্রতিদিন দেড়শ জনকে ইফতার করায় ক্লিন ব্রাহ্মণবাড়িয়া

একেক জন একেক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সবাই একই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী। তারা সবাই চান একটি সুন্দর-পরিপাটি ও আধুনিক ব্রাহ্মণবাড়িয়া। এরই অংশ হিসেবে ২০১৭ সাল থেকে জেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসচেতনতা তৈরি করে আসছে ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।
তবে মহামারি করোনাভাইরাসের দুর্যোগকালে নিজেদের বিভিন্ন মানবিক কাজেও সম্পৃক্ত করেছেন সংগঠনটির সদস্যরা।
প্রতি বছরের মতো এবারও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার করাচ্ছে সংগঠনটি। প্রতিদিন ইফতার নিয়ে হাজির হন সংগঠনের সদস্যরা। অসহায় ও সুবিধাবঞ্চিতদের সঙ্গে ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরাও ইফতার করেন।
ক্লিন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক বলেন, করোনাভাইরাসের কারণে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ মানবেতর দিন কাটাচ্ছেন। রোজায় তাদের ভালো ইফতার করার সামর্থ্য নেই। তাদের কথা চিন্তা করেই টানা তৃতীয়বারের মতো ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অর্থে প্রতিদিন ইফতারের আয়োজন করছে। এবারও প্রতিদিন দেড়শ জনকে ইফতার করাচ্ছে ক্লিন ব্রাহ্মণবাড়িয়া।
প্রথম রোজা থেকেই ইফতারের ঠিক আগ মুহূর্তে জেলা শহরের বিভিন্ন স্থানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইফতার নিয়ে যাচ্ছেন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। এছাড়া বিভিন্ন এতিমখানায়ও ইফতার পাঠানো হচ্ছে। ইফতারের প্রতিদিনই থাকছে ভুনা খিচুড়ি।
আবু বক্কর সিদ্দিক আরও বলেন, আমাদের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অর্থেই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। মূলত সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। পুরো রোজার মাসই এ কার্যক্রম চলবে। আমরা চাই, আমাদের দেখে যেন এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর সাহায্যে বিত্তবানরা এগিয়ে আসেন।
আজিজুল সঞ্চয়/এএম