রোববার রংপুর বিভাগের ৮ জেলায় কারফিউ শিথিল ১৬ ঘণ্টা

রংপুর বিভাগের আট জেলায় কারফিউ জারির নবম দিনে রোববার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল থাকবে। এদিন সকাল ৬টার আগ পর্যন্ত এবং রাত ১০টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
শনিবার (২৭ জুলাই) রাতে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অন্যান্য দিনের মতো রোববারও সেনাবাহিনীর সঙ্গে বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে।
এর আগে রংপুরে শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল রাখা হয়। ফলে সকাল থেকেই নগরীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী-বিতানসহ অন্যান্য প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালিত হয়।
ট্রেন চলাচল বন্ধ থাকলেও জেলার কয়েকটি রুটে আন্তঃজেলা বাস চলাচলের পাশাপাশি রংপুর থেকে ঢাকাগামী বাস ছেড়ে গেছে। পণ্যবাহী ট্রাক চলাচলও স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো জেলায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর মহানগরসহ জেলায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। কারফিউ শুরুর পর থেকে রংপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দ্রুতই সব কিছু স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন জানান, রংপুর মহানগরীসহ আট জেলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যেই কারফিউ স্থায়ীভাবে তুলে নেওয়া হবে। জনগণ ও রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় কারফিউ শিথিলের সময় ছাড়া অন্য সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার।
এসময় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
ফরহাদুজ্জামান ফারুক/টিএম