আগুনে ৫টি দোকান পুড়ে ছাই

পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (০৫ মে) রাত পৌনে ১১টার দিকে নিউমার্কেট সংলগ্ন একটি দোকান থেকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোস্তফা কামাল বলেন, স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে আমরা একটি ইউনিট কাজ করে রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশ্রাফুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবীর হাসান/এসপি