নৌকার ছাদ ভেঙে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু, আহত ২

নাটোরের গুরুদাসপুরে নৌকার ছাদ ভেঙে চাপা পড়ে মানিকজান বেগম নামে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার খুবজিপুর ইউনিয়নের চলনবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মানিকজান বেগম ওই ইউনিয়নের চর খুবজিপুর গ্রামের মৃত মোজা সরদারের স্ত্রী। আহতরা হলেন—একই গ্রামের ফয়েজ উদ্দিন মণ্ডলের স্ত্রী জ্যোৎস্না বেগম (৫৫) ও রিপন উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (১২)। আহতরা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীরা জানান, রোববার দুপুরের দিকে খুবজিপুর থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা যোগে প্রায় ১০০ জন যাত্রী চলনবিলের তিষিখালী মাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় নৌকায় থাকা বেশিরভাগ মানুষ ছাদে উঠে যাচ্ছিলেন। চলনবিলের মাঝামাঝি একটি স্থানে গিয়ে অতিরিক্ত ওজন হওয়ায় নৌকার ছাদ ভেঙে পড়ে নিচে থাকা যাত্রীদের ওপর এতে ছাদের নিচে চাপা পড়ে মানিকজান ঘটনাস্থলেই মারা যান গুরুতর আহত হন আরও দুজন। পরে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, ঘটনাটি জেনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গোলাম রাব্বানী/এসকেডি