মার্চ ফর জাস্টিস: গাজীপুরে পুলিশি বাধায় পণ্ড, লাঠিচার্জের অভিযোগ

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক সড়কের শিববাড়ি মোড় এলাকা অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এর আগে সকাল থেকেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর সামনের সড়কে, জয়দেবপুর জংশনের আশপাশে, শিববাড়ি মোড়ে ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। এ ছাড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেন।
বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আজ দুপুর ১২টার দিকে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
এ বিষয়ে গাজীপুর সদর থানা পুলিশের ওসি রাফিউর রহমান বলেন, শিববাড়ী মোড়ে কয়েকজন শিক্ষার্থী এসেছিল। তারা এখন নেই। আমি ঘটনাস্থলে এসে তাদেরকে পাইনি। তবে পুলিশ কাউকে লাঠিচার্জ করেনি।
শিহাব খান/এমজেইউ