সাতক্ষীরার দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে পরীক্ষার অনুমতি

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া
দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার্থীরা হলেন— সাতক্ষীরার দেবহাটা উপজেলার ফাহিম পারভেজ রনি ও কালীগঞ্জ উপজেলার নলতা এলাকার জাহিদ হোসেন। তাদের উভয়ের পরীক্ষার কেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা জেলা কারাগারে আটক দুজন পরীক্ষার্থীকে কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হলো।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাতজনকে দুদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো সাতজন হলেন— সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইসএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার শাহরুখজ্জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মঈনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহীম হোসেন, একই উপজেলার জগন্নাথপুর গ্রামের দুই এইসএসসি পরীক্ষার্থী ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন।
আরও পড়ুন
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মোল্লা মো. সেলিম বলেন, গত মঙ্গলবার দুপুরে সাতজনকে রিমান্ডে নেওয়া হয়। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল একই মামলার বাকি ৬ আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
ইব্রাহিম খলিল/এনএফ