জয়পুরহাটে আওয়ামী লীগ-ছাত্রলীগ কার্যালয়ে আগুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘এক দফা’ কর্মসূচির মিছিল থেকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, শ্রমিক লীগ অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো (দুপুর সাড়ে ১২টা) আওয়ামী লীগ অফিসে আগুন জ্বলছে।
এ ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোঁড়াসহ বিভিন্নভাবে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শহরের জিরো পয়েন্ট-পাঁচুরমোড় এলাকায় আসেন। অপরদিকে চিত্রারোড কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই দলের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। মুখোমুখি অবস্থান করায় উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে দলীয় নেতাকর্মীদের ধাওয়া দেন শিক্ষার্থীরা। এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ অনেকেই গুরুতর আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আগুন দেয়। পরে ছাত্রলীগ-শ্রমিক লীগ অফিসও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত ৪৫ থেকে ৫০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমপি সামছুল আলম দুদুর অপারেশন করতে হয়েছে। তার সঙ্গে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম রয়েছেন। আপাতত কথা বলা সম্ভব না বলে জানিয়েছেন এসপি।
চম্পক কুমার/এমজেইউ