ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুর

ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্লাস ভাংচুর করা হয়।
রোববার (৪ আগষ্ট) দুপুর দেড়টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়ে ভাংচুর করে।
মো. শরীফ আহমেদ ময়মনসিংহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য। এর আগেও তিনি এই আসনে আরও দুইবার সংসদ সদস্য এবং একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সাবেক ভিপি মো. ফিরোজ আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় বাসার প্রধান ফটক বন্ধ ছিল।
আরও পড়ুন
প্রতিমন্ত্রীর বাসার কেয়ারটেকার অনিক সরকার সানি বলেন, দুর্বৃত্তরা হঠাৎ স্লোগান দিয়ে বাসার সামনে এসে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।
তবে রেঞ্জ পুলিশের কার্যালয়ের প্রধান ফটকে আন্দোলনকারী ধাক্কাধাক্কি করে ভাংচুরের চেষ্টা করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মো. আমান উল্লাহ আকন্দ/এনটি