শ্রীপুরে সংঘর্ষে নির্মাণ শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে আন্দোলনরত শিক্ষার্থী ও সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন (২২) নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটি গ্রামের মো. আবদুর রশিদের ছেলে। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, নিহত তোফাজ্জল কাজ শেষে রাত ৯টার দিকে বাসায় ফিরছিলেন। ওই সময় জৈনাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল। সংঘর্ষ শেষে নেতাকর্মী ও আন্দোলনকারীরা চলে যাওয়ার পর তোফাজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তোফাজ্জলকে রক্তাক্ত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, তোফাজ্জল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।
শিহাব খান/আরকে