দুই মোটরসাইকেল চোরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিল শিক্ষার্থীরা
নোয়াখালীর জেলা শহরের মাইজদিতে দুই মোটরসাইকেল চোরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে তাদের সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, সিসি ক্যামেরা দেখে সোনাপুর এলাকা থেকে দুই মোটরসাইকেল চোরকে শনাক্ত করে ছাত্ররা। এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ খান এবং জায়েদুল ইসলাম তাদের মাইজদী সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ তাদের ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের নোয়াখালী জেলা কারাগারে হস্তান্তর করা হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ খান ঢাকা পোস্টকে বলেন, আমরা দুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সদস্যরা সোনাপুরসহ জেলা শহরে শৃঙ্খলা ফেরাতে কাজ করছিলাম। সোনাপুরে কাজ করার সময় দুই মোটরসাইকেল চোরকে ধরা হয়। তারা তিনটা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তাদের আমরা সেনাবাহিনীর হাতে তুলে দেই। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা একটা চক্র। তারা বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের ১৫ দিনের কারাদণ্ড ও মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা মোটরসাইকেল চোরকে আইনের আওতায় আনতে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।
এমএসএ