বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এ বিজয় ১৮ কোটি মানুষের। জনগণ বুকের তাজা রক্ত বিলিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগের গজবের হাত থেকে দেশকে মুক্ত করেছে।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশে বিজয় ও শান্তি মিছিল শেষে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, নতুন প্রজন্মকে অনুরোধ করবো আপনারা এগিয়ে চলুন। নিয়ম নীতি শৃঙ্খলা ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে। এখানে অন্যায় আবদার চলবে না। অচিরেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহব্বান জানাই।
আরও পড়ুন
বিজয় ও শান্তি মিছিল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া এবং আহত সকল বীর ছাত্রদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি প্রমুখ।
তন্ময় সাহা/এমএসএ