রাজবাড়ী সদর হাসপাতালে শিক্ষার্থীদের ১৩ দফা, আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ী সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চিকিৎসকদের উদাসীনতা, সময় মতো চিকিৎসকদের হাসপাতালে না আসাসহ বেশ কয়েকটি অভিযোগের বিষয় নিয়ে হাসপাতাল পর্যবেক্ষণ করেছে শিক্ষার্থীরা।
গতকাল রাজবাড়ীর বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে যায়।
এসময় তারা হাসপাতালের তত্ত্বাবধায়ককে ১৩ দফা দাবির কথা তুলে ধরে দাবি আদায়ের জন্য আল্টিমেটাম দেন। দাবি আদায় না হলে তত্ত্বাবধায়কসহ অন্যান্য চিকিৎসকদের পদত্যাগের জন্য কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের কাছে রাজবাড়ী সদর হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ এসেছে। আমরা হাসপাতালের ১৩টা অনিয়মের সন্ধান পেয়েছি। যেমনস— টিকিটের অনিয়ম ও ভোগান্তি, বিনামূল্যে ওষুধ সরবরাহের ক্ষেত্রে অনিয়ম,রোগীদের খাবারে অনিয়ম, চিকিৎসকদের ডিউটিতে আসার অনিয়ম, চিকিৎসকদের সকাল ৮টায় আসার কথা থাকলেও বেশিরভাগ চিকিৎসক আসেন ১১টা-১২টার দিকে, হাসপাতালে নার্সদের ব্যবহার ভালো না, হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, হাসপাতাল অপরিষ্কার ও অপরিচ্ছন্নসহ আরও কিছু অভিযোগ রয়েছে। এগুলো আমরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরেছি। তাকে আমরা আল্টিমেটাম দিয়েছি। আমাদের দাবি পূরণ না হলে আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হান্নানসহ অন্যান্য ডাক্তারদের পদত্যাগের জন্য কঠোর আন্দোলন করবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার প্রতিনিধি মো. হাসিব বলেন, রাজবাড়ী সদর হাসপাতালের ১৩টি অনিয়মের কথা আমাদের কাছে এসেছে। আমরা হাসপাতালে এসে মনিটরিং করেছি। সকল রোগীদের কাছে গিয়েছিলাম। তারাও অনিয়মের বিষয়গুলো আমাদের বলেছে। আমরাও সচক্ষে কিছু অনিয়ম দেখেছি। যেমন— অনেক চিকিৎসক হাসপাতালে আসেনি, হাসপাতাল অপরিষ্কার। টিকিট কাটার কাউন্টারের ভোগান্তিসহ আরও বেশকিছু। অনিয়মের এই বিষয়গুলো নিয়ে আমরা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছে। তাকে আমরা আল্টিমেটাম দিয়েছি হাসপাতালের অনিয়ম বন্ধ না হলে কঠোর আন্দোলন করা হবে।
আরও পড়ুন
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। তারা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ১৩টি অনিয়ম ও সমস্যার কথা চিহ্নিত করে আমাকে জানিয়েছে। আমিও তাদের দাবিদাওয়ার সাথে একমত। আমিও চাই সব কিছু ঠিক হওয়া দরকার। তবে রাতারাতি সবকিছু ঠিক করা যাবে না। এর জন্য সময় দরকার। আমি তাদের আশ্বস্ত করেছি তাদের দাবি-দাওয়াগুলো এক এক করে পূরণ করা হবে। এ বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
মীর সামসুজ্জামান সৌরভ/এনএফ