ঝিনাইদহে কাজে ফিরল ট্রাফিক পুলিশ, ফুল দিয়ে বরণ করল শিক্ষার্থীরা
৭ দিন পর ঝিনাইদহে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।
সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাদেরকে সহযোগিতা করতে শিক্ষার্থীদেরও দেখা গেছে। সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরেছে।
ট্রাফিক বিভাগ জানায়, উপজেলার ৬ উপজেলার ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগিতা করছে শিক্ষার্থীসহ রেড ক্রিসেন্টের সদস্যরা। জেলাতে ট্রাফিক পুলিশের ৪৪ জন ট্রাফিক পুলিশের সেবায় ব্যস্ত রয়েছে।
এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেসময় তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।
শহরের আরাপপুর এলাকার ইমন আলী ঢাকা পোস্টকে বলেন, শহরে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য না থাকায় নিজেদের অস্থির মধ্যে ও অনিরাপদ মনে হচ্ছিল। এখন যেহেতু ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো অন্যান্য পুলিশ বাহিনীরাও তাদের কমে ফিরে আসবে। শহরে পুলিশ দেখে খুবই ভালো লাগছে।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের টি আই মো. মশিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, যেহেতু নতুন করে বিল্পবের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকারের সূচনা হয়েছে। আমরাও নতুন রূপে সততা ও নিষ্ঠার সাথে ফিরে এসেছি। আমরা জনগণকে সততা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চাই। আমাদের পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের সার্বিক কারণে কতিপয় স্বার্থন্বেষী মহলের কারণে আমাদের জীবনের ঝুঁকি ছিল। এজন্য আমরা কর্মবিরতিতে ছিলাম, কিন্তু নিয়মিত অফিস করেছি। যার ফলে কাজে ফিরতে একটু দেরি হয়েছে। তবে আমরা কর্মে ফেরাই জনগণের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে, সাধারণ জনগণ আমাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছে।
আব্দুল্লাহ আল মামুন/আরকে