শরীয়তপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরীয়তপুর সদর উপজেলার ভর্তাইসার এলাকায় পানিতে ডুবে তাহমিদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। তাহমিদ ওই এলাকার বিল্লাল মাদবরের ছেলে।
স্থানীয়রা জানায়, মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজখুজির একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুস্মিতা শারমিন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি।
সাইফ রুদাদ/এএমকে