মহেশখালীতে আহত বিএনপি নেতার মৃত্যু
রাজনৈতিক প্রতিহিংসায় মারধরের শিকার হয়ে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত ৫ আগস্ট রাতে পৌরসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় সাবেক এমপি আলমগীর ফরিদ গ্রপের সঙ্গে জড়িত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক নাহিদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শফি। চিকিৎসাধীন থাকা অবস্থায় এক অডিও বার্তায় তার ওপর এ হামলার বর্ণনা দেন শফি নিজেই।
শফিউল আলম শফি মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গ্রুপের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
দলের কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, গ্রুপ ভিত্তিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শফিকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বলেন, একজন সাবেক এমপির ইন্ধনে শফিউলকে খুন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মহেশখালী উপজেলায় বিএনপির রাজনীতিতে সাবেক এমপি আলমগীর ফরিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের আলাদা দুটি গ্রুপ রয়েছে।
সাইদুল ফরহাদ/আরকে