করোনায় প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে ভর্তি

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল করিমের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল করিম আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩ মে ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আব্দুল করিম ও তার স্ত্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাদের নমুনা দেন। ৫ মে স্বামী-স্ত্রীর দুজনের করোনা পজিটিভ আসে। ওইদিন রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে (রেড জোন) ভর্তি হয় আব্দুল করিম। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, ৫ মে রাতে করোনা আক্রান্ত হয়ে আব্দুল করিম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাতে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।
এদিকে সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ জন ও মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৯ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৫৮ জন।
আফজালুল হক/এসপি