লক্ষ্মীপুরে দুই শিক্ষার্থী হত্যা, চেয়ারম্যান টিপুসহ আসামি ১০৬৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী আফনান পাটওয়ারী ও সাব্বির আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। দুটি মামলাতেই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়েছে।
এই দুই মামলায় ১৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৯০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আফনান ও সাব্বির হত্যা মামলায় পৃথক দুটি মামলা হয়েছে। দুটি মামলাতেই চেয়ারম্যান টিপু প্রধান আসামি।
পুলিশ জানায়, ১৪ আগস্ট রাতে আফনান হত্যার ঘটনায় তার মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করে মামলা
করেছেন। একই দিন রাতে সাব্বির হত্যা মামলায় তার বাবা আমির হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছেন। দুটি মামলাতেই চেয়ারম্যান টিপুকে প্রধান আসামি করা হয়েছে।
জানা গেছে, ৪ আগস্ট দুপুরে মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। সেখানে অভিযুক্তদের গুলিতে আফনান পাটওয়ারী নামে এক ছাত্র মারা যান। এরপর আন্দোলনকারীরা বাজারের তমিজ মার্কেট এলাকায় আসলে সাবেক পৌর মেয়র প্রয়াত আবু তাহেরের বাসার ছাদ থেকে চেয়ারম্যান টিপুর নেতৃত্বে প্রায় আড়াই ঘণ্টা গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে কাউছার আহমেদ বিজয়, ওসমান গণি ও সাব্বির আহমেদ নামে আরও তিনজন মারা যান।
এ সময় গুলিতে শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা মেয়র তাহের ও টিপুর বাসভবন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। টিপুসহ তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়। আন্দোলনকারীদের গণপিটুনিতে তমিজ মার্কেট এলাকায় ছাত্রলীগ-যুবলীগের ৮ জন মারা যায়। একইদিন গভীর রাতে আইন-শৃঙ্খলাবাহিনী মেয়র তাহেরের বাসা থেকে ২৫ জনকে উদ্ধার করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত একেএম সালাহ উদ্দিন টিপু পলাতক রয়েছে। ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। টিপু লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহেরের মেজো ছেলে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট দায়িত্ব পালনে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহতের ঘটনায় সদর মডেল থানায় চেয়ারম্যান টিপুকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০০ জনের নামে মামলা হয়। সোমবার (১২ আগস্ট) সদর থানার থানার উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি করেন।
হাসান মাহমুদ শাকিল/আরএআর