কবিগুরুর জন্মদিনে কাচারি বাড়িতে সুনসান নীরবতা

আজ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী। করোনার প্রকোপে কবির জন্মবার্ষিকীতে নেই কোনো আয়োজন, নেই হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হওয়ার সেই মহাক্ষণ। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর কাচারি বাড়িতে বিরাজ করছে সুনসান নীরবতা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘কঠোর বিধিনিষেধ’ চলমান থাকায় এ বছরও ২৫ বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকীতে কোনো কর্মসূচি নেয়নি জেলা ও উপজেলা প্রশাসন।
জানা গেছে, প্রতি বছর কবিগুরুর জন্মদিনে রবীন্দ্র কাচারি বাড়িতে ৩ থেকে ৭ দিনব্যাপী উৎসব কর্মসূচি পালন করত জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ। এ সময়ে হাজার হাজার ররি ঠাকুরের ভক্তদের পদচারণায় মুখরিত থাকত কাচারিবাড়ি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর কবিগুরুর ১৫৯তম জন্মবার্ষিকীতেও কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।
সিরাজগঞ্জ জেলা সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মো. হেলাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, কবিগুরু আমাদের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ। করোনার বিস্তার রোধে কোন অনুষ্ঠান পালন করা না হলেও তিনি আমাদের মনে প্রাণে আছেন। আমরা তার ১৬০তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও গভীরভাবে স্মরণ করি। তিনি এখানে জমিদারি চালানোর পাশাপাশি অসংখ্য গল্প, উপন্যাস ও কবিতা রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে ‘আমাদের ছোট নদী’ ও কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ শাহজাদপুরেই লেখা। তার রেখে যাওয়া প্রায় ৩শ একর জায়গা এখন দেশের কাজে ব্যবহার করা হচ্ছে। কবিগুরু সিরাজগঞ্জ তথা দেশবাসীর গর্ব।
শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা ঢাকা পোস্টকে বলেন, কোভিড-১৯ এর প্রকোপ ও প্রতিরোধে গত বছরের মতো এ বছরও কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা যায়নি। যা কবিগুরুর ভক্তদের জন্য খুবই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ভার্চুয়ালি কোনো আনুষ্ঠানিকতার নির্দেশনাও ছিল না।
শিল্পকলা একাডেমির সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, কবিগুরুর জন্মবার্ষিকীতে সাধারণত ৩ দিনব্যাপী নানান আয়োজন করে থাকি। তবে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর কারণে গত বছরের মতো এবারও কোন কার্যক্রম হাতে নেওয়া সম্ভব হয়নি। তবে ২৭ বৈশাখ (১০ মে) ভার্চুয়ালি আমরা সীমিত কিছু আয়োজন করেছি। সেখানে অল্প কিছু গান, কবিতা ও নাচের অনুষ্ঠান থাকবে।
শুভ কুমার ঘোষ/এসপি