নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান মারা গেছেন

নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নাটোর জেলা আওয়ামী লীগ।
রোববার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, কিডনিসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ ১৯ বছর নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এবং দুইবার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রথম জানাজা বাদ আসর নাটোর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৬টায় জন্মস্থান গোবিন্দপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ঢাকা পোস্টকে বলেন, সাজেদুর রহমান ছিলেন বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার মৃত্যু জেলা আওয়ামী লীগ পরিবারকে ব্যথিত করেছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
গোলাম রাব্বানী/এএমকে