আমরা কেউ সংখ্যালঘু না, সবাই উন্নয়নের জন্য কাজ করবো

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেছেন, আমাদের যুব এবং ছাত্রসমাজ যে স্বাধীনতা এনে দিয়েছে, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, দেশটা যেন পিছিয়ে না যায়। এই দেশকে সামনে দিকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। আপনারা যেন শান্তি ও ভালোভাবে থাকতে পারেন তার জন্য বিজিবি ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকবে। তবে আমরা অত্যন্ত খুশি এই সীমান্তবর্তী এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
রোববার (১৮ আগস্ট) বিকেলে ধলাহার ইউনিয়নের আইডিয়াল কলেজ মাঠে বিজিবি নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন আয়োজিত এক সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় সভাপতিত্ব করেন বিজিবি পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন।

ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, আমরা কেউ সংখ্যালঘু না। সবাই উন্নয়নের জন্য কাজ করবো। দেশের জন্য কাজ করবো। আমরা সবাই ভালো থাকব। বিজিবি সকল ধর্মের, সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে প্রতিটি সীমান্তবর্তী এলাকাকে আলোকিত সীমান্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে কাজ করছে। বিজিবি সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলে নিরাপদ সীমান্ত বিনির্মাণে বদ্ধপরিকর। এতে আপনাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা থাকবে বলে আশা করি।
এ সময় বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রংপুর বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, জেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুর রহমান সাঈদ, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, কেশবপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি নবিন চন্দ্র রায়, আগাইর মন্দিরের পুরোহিত নরেন্দ্র চন্দ্র সরকার, ছাত্রসমাজের প্রতিনিধি জুয়েল হোসেন, মুকিত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সভা শেষে ওই মাঠে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী, সাতজনকে সেলাই মেশিন ও সাতজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ ছাড়াও তিনটি মন্দির সংস্কার ও একটি মাদরাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধলাহার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।
চম্পক কুমার/এমজেইউ