ভোলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ

মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে মো. সালাউদ্দিন মাঝি (৩৬) নামে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় তার ছেলে মো. শাহিন (১১) নদীতে পড়ে নিখোঁজ হয়।
সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ারহাট বেড়িবাঁধ এলাকার মো. আব্দুর রশিদ মাঝির ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে সালাউদ্দিন মাঝির নেতৃত্বে তার ছেলে শাহিন ও স্থানীয় লিটন মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলতেই হঠাৎ বজ্রপাত হলে সালাউদ্দিন মাঝির মৃত্যু হয়। এছাড়া তার ছেলে শাহিন নদীতে পড়ে নিখোঁজ হয় এবং লিটন মাঝি আহত হন।
পরে স্থানীয় জেলেরা সালাউদ্দিন মাঝির মরদেহ ও আহত লিটন মাঝিকে তীরে নিয়ে আসেন। তবে শাহিন এখনও নিখোঁজ আছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, মেঘনা নদীতে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করা হলেও শাহিন নামে এক কিশোর নিখোঁজ আছে।
মো. খাইরুল ইসলাম/এফআরএস