মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে হামলা, চার পুলিশ আহত

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৮ মে) বিকেলে দর্শনার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দর্শনা থানা পুলিশের এসআই মাহমুদুল হক, এএসআই শাহিন, এএসআই মামুন ও কনস্টেবল সোহেল। তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিকেলে দর্শনার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক চোরাকারবারি বিরুদ্ধে অভিযানে যায় পুলিশ। এ সময় ২৬ বোতল ফেনসিডিলসহ খাইরুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাববুবুর রহমান বলেন, দর্শনার সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে ২৬ বোতল ফেনসিডিলসহ খাইরুলকে আটক করে পুলিশ। এ সময় খাইরুলকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে এএসআই শাহিনের হাত ভেঙে গেছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
আফজালুল হক/আরএআর