সিলেটে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
সিলেটে মোটরসাইকেল রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসদু আহমদ মকসুদ মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর পাঠানটুলা জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই জাবের আহমদ।
নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মকসুদ আহমদ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় থাকা একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের জানাজার নামাজ শুক্রবার দুপুরের পর তার নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
মাসুদ আহমদ রনি/এএমকে