ফেনীতে আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে হেলিকপ্টারে উদ্ধার

বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নিরলসভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে সরকারি-বেসরকারি নানা সংস্থা। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে ফেনীর দুর্গত এলাকাগুলোতে খাবার পৌঁছে দেওয়া এবং অসুস্থ নারী, পুরুষ এবং বাচ্চাদের উদ্ধার অভিযানে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন।
উদ্ধার তৎপরতার অংশ হিসেবে শনিবার (২৪ আগস্ট) ফেনী জেলার পরশুরাম থেকে একজন গর্ভবতী নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করা হয়েছে।
ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন জানায়, উদ্ধার করা ওই নারীর নাম জিগ্যেস করা হয়নি। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা থাকায় জরুরি উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময় ওই নারীর সঙ্গে তার ছোট ছেলে এবং বোনকেও উদ্ধার করে নিয়ে আসা হয়।
মা এবং তার অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে উদ্ধার করে ফেনীর জেলা প্রশাসক কার্যালয়ের একটি ভবনের ছাদে হেলিকপ্টার অবতরণ করানো হয়। পরে সেখান থেকে বিশেষায়িত অ্যাম্বুল্যান্সে করে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ অভিযানের সময় উপস্থিত ছিলেন ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশেনর চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ। তিনি বলেন, আমােদর ফাউন্ডেশনের দক্ষ এবং অভিজ্ঞ একটি চৌকোস টিম থাকার কারণে উদ্ধারকাজটি অত্যন্ত দক্ষতা এবং সঠিক পরিচালনার মাধ্যমে চলমান রয়েছে।
আরকে