এবারের বন্যা রাজনৈতিক দুর্যোগ : আলাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী গেট খুলে দেওয়ার আগে সতর্ক বার্তা দেওয়ার কথা ছিল। কিন্তু কোনো ঘোষণা ছাড়াই এবার সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা আর আক্রোশ থেকে সমগ্র বাংলাদেশকে বিশাল এক সংকটের মুখে ফেলে দিয়েছে ভারত। এ বন্যা রাজনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক নয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ফেনী শহরের মিজান রোডস্থ সালাম কমিউনিটি সেন্টারে বিএনপির ত্রাণ সংগ্রহ বুথে জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বন্যার্তদের সহযোগিতায় নেতাকর্মীরা দিনরাত নিরলসভাবে কাজ করছেন। সকলের সর্বাত্মক চেষ্টায় আমাদের আবার সুদিন আসবে।
পরে ত্রাণসামগ্রী গ্রহণ ও বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেনীর সন্তান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে এক লাখ মানুষকে ত্রাণসামগ্রী দেওয়া হবে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা প্রদান করা হবে।
একই সময় ত্রাণ বুথে শিশু খাদ্য ও ওষুধ জমা দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপি আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/আরএআর