প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘দাখিল পাস করে আনোয়ার এখন সব রোগের ডাক্তার’— শিরোনামে ২০২২ সালের ৮ ডিসেম্বর ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাভারের রাজশাহী ঔষধালয় নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার আনোয়ার হোসেন।
ঢাকা পোস্ট কার্যালয়ে আজ বুধবার (২৮ আগস্ট) সশরীরে উপস্থিত হয়ে দেওয়া এ সংক্রান্ত এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ‘প্রকাশিত সংবাদটির কিছু অংশ সত্য হলেও অধিকাংশ তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদটি প্রচার করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।’
প্রতিবাদলিপিতে আনোয়ার হোসেন বলেন, ‘দাখিল পাস করে আনোয়ার এখন সব রোগের ডাক্তার’— শিরোনামে ঢাকা পোস্টের ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে আমার বিরুদ্ধে একটি ভিডিও নিউজ গত ৮ ডিসেম্বর, ২০২২ সালে প্রচারিত হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়েছে।
তিনি আরও বলেন, উক্ত প্রতিবেদনটি কিছুটা সত্য হলেও অধিকাংশ মিথ্যা ও ভিত্তিহীন। আমি অত্র এলাকায় দীর্ঘদিন সুনামের সহিত হারবাল চিকিৎসা দিয়ে আসছি। এ যাবৎকালে আমার কোনো বদনাম নেই। আরও একটি বিষয় বলা হয়েছে— আমি ভূত তাড়াই। আমি আল্লাহর কালাম পাঠ করে জিন-ভূত তাড়াই, তবে এর বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করি না। আমি যদি আমার দীর্ঘ চিকিৎসাকালে কোনো ভুল করে থাকি তা আপনাদের মাধ্যমে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আমি আর এমন ভুল করব না বলে অঙ্গীকার করছি।
এমজে
