মা ও দুই ছেলেকে কোয়ারেন্টাইনে পাঠাল পুলিশ

ভারতে চিকিৎসা শেষে বাংলাদেশে প্রবেশ করেন তিন বাংলাদেশি। রোববার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে পুলিশের যৌথ দল স্বাস্থ্য বিভাগের মাধ্যমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায় তাদের। হাসপাতাল সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছে।
কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া প্রথম মোড় এলাকার বাসিন্দা তারা। সম্পর্কে তারা মা ও ছেলে। মায়ের বয়স ৫৩ বছর এবং তার এক ছেলের বয়স ২৮ ও আরেক ছেলের বয়স ১৬ বছর।
জানা গেছে, মা ও দুই ছেলে চিকিৎসার জন্য ভারতের ভেলোরে অবস্থান করছিলেন। রোববার তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশের আগে তিনজনের মধ্যে দুজন শুক্রবার (৭ মে) ও একজন শনিবার (৮ মে) ভারতে করোনার নমুনা দেন পরীক্ষা করার জন্য। পরে তিনজনেরই রিপোর্ট নেগেটিভ আসে। সেই রিপোর্ট নিয়ে তারা রোববার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কিশোরগঞ্জ জেলা পুলিশকে বিষয়টি জানালে জেলা পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি মা ও দুই ছেলেকে রাত সোয়া ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসা শেষে ভারতফেরত ওই তিনজনকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (১০ মে) করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা নেওয়া হবে বলেও জানান তিনি।
এসকে রাসেল/এনএ