৪ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করে। ফলে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত ভারতে সব ধরনের পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভারত থেকে পণ্য আমদানি না হওয়ায় আখাউড়া স্থলবন্দরটিকে দেশের শতভাগ রফতানিমুখী স্থলবন্দর হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন এ বন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, কয়লা, ভোজ্যতেল, তুলা ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতে। রফতানিকৃত এসব পণ্য দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ছুটি শেষে ১৭ মে থেকে পণ্য রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
আজিজুল সঞ্চয়/এসপি