কেওড়া পাড়তে গিয়ে নাফ নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কক্সবাজারে টেকনাফের হ্নীলায় কেওড়া ফল আনতে গিয়ে নাফ নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা হ্নীলা সুলিশ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, মৌলভীবাজার এলাকার আবুল হোছনের দুই ছেলে উসমান (৮) ও জিহাদ (৬)।
বিষয়টি নিশ্চিত করেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।
তিনি জানান, নাফ নদীর পাশে কেওড়া ফল আনতে যায় দুই ভাই। নদীর কিনারায় গেলে এক ভাই ডুবে গেলে আরেক ভাই বাঁচাতে গিয়ে দুইজনের মৃত্যু হয়। পরে কয়েকজন জেলে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দিয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
নিহত দুই শিশুর পিতা আবুল হোছন বলেন, আমি ঘুমে ছিলাম। ঘর থেকে বেরিয়ে তারা কেওড়া ফল পাড়তে নাফ নদীতে যায়। এ সময় নাফ নদীর কিনারায় পড়ে তাদের মৃত্যু হয়। এই মৃত্যু আমি এবং আমার পরিবার মেনে নিতে পারছি না। দুই ছেলেকে হারিয়ে তাদের মা পাগল প্রায়।
সাইদুল ফরহাদ/এসকেডি