শিক্ষার্থী আসিফের কবর জিয়ারত করলেন সাবেক এমপি হাবিব

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারাত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নগদ ৩৫ হাজার টাকাও তুলে দেন তিনি।
হাবিবুল ইসলাম বলেন, ছাত্র-জনতা তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে ফ্যাসিবাদী হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে, এজন্য তাদেরকে স্যালুট জানাই। দেশনেত্রী খালেদা জিয়াকেও কারাগারে নিক্ষেপ করা হয়। আমাদের প্রাণপ্রিয় নেতা তিনবারের প্রধানমন্ত্রী তাকেও ছাড় দেয়নি। তাকে চিকিৎসা পর্যন্ত দেয়নি এই জালেম সরকার। আমাদের নেত্রীকে অসুস্থ করে রেখেছিল। তারপর তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের ছাত্র-যুবক জনতা যুদ্ধ করেছে। তাতেও বহু ছাত্র-জনতা শহীদ হয়েছে।
তিনি বলেন, আমি সরকারের কাছে দাবি জানাই শহীদ আসিফের নামে আমরা যদি কিছু করতে পারি। আজ থেকে এই রাস্তার নাম বীরশ্রেষ্ঠ আসিফ হিসেবে ঘোষণা দিয়ে গেলাম।
গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ইব্রাহিম খলিল/জেডএস