কুমিল্লায় সাবেক মেয়র সূচনাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলি করে আহত করার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবু সাঈদ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে প্রধান আসামি করে ১০৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়।
আরও পড়ুন
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, জহিরুল ইসলাম রিন্টুসহ সিটি করপোরেশনের ৫ কাউন্সিলর রয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউপি সদস্যদের আসামি করা হয়েছে।
গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকার নন্দনপুরে। ছাত্র জনতার ওই বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ওই হামলায় আন্দোলনে অংশ নেওয়া বেশ সংখ্যক আন্দোলনকারী আহত হন। এ ঘটনায় সোমবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। সরকার পতনের পর অভিযুক্ত সবাই গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
আরিফ আজগর/এমএ