আন্দোলনে মৃত্যু, হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হাসান সাগরের (১৭) মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা ওই মামলার আসামি।
আজ (মঙ্গলবার) সকালে সদর উপজেলার ধানিখলা এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতারা হলেন— সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. শাজাহান সরকার এবং সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন বাচ্চু।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব আলী জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে সোর্পদ করে। আদালত আসামিদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠান।
মো. আমান উল্লাহ আকন্দ/এনএফ