থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার বজরা ইউনিয়নের ওয়াপদা খালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থানায় হামলা চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।
জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুষ্কৃতিকারীরা সোনাইমুড়ী থানায় হামলা চালায়। এসময় দুই পুলিশসহ ৫ জন মারা যান। দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে থানা হইতে লুট হওয়া একটি গ্যাস গান ও একটি শটগান উদ্ধার করে সোনাইমুড়ী থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওয়াপদা খালের পাড় হতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়। আমাদের চাটখিল ও সোনাইমুড়ী থানার অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান অব্যাহত আছে।
হাসিব আল আমিন/এমএসএ