থানার লুট হওয়া আগ্নেয়াস্ত্র মিলল কবরস্থানে
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া এক রাউন্ড কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভা সুন্দরপুর গ্রামে এক কবরস্থান থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মিছাব বাড়ি সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থানায় হামলা চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।
সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের চাটখিল ও সোনাইমুড়ী থানা পুলিশের অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান অব্যাহত আছে।
হাসিব আল আমিন/আরকে