চুয়াডাঙ্গায় করোনায় প্রাণ গেল বৃদ্ধের

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল ওয়াদুদ বিশ্বাস (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল ওয়াদুদ বিশ্বাস চুয়াডাঙ্গা পৌর এলাকার পোষ্টঅফিসপাড়ার মৃত আব্দুল ওয়াজেদের ছেলে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ মে ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আব্দুল ওয়াদুদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেন। ৬ মে নমুনা পরীক্ষার ফলাফলে তার পজিটিভ আসে। ওইদিন রাত ৯টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, ৬ মে রাতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় আব্দুল ওয়াদেদ। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।
এদিকে সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৮৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৭ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৫৯ জন।
আফজালুল হক/এসপি