ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে গেছে। মাইক্রোবাসে কোন যাত্রী ছিল কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে চালক নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের শাপলা-শালু ফেরিতে উঠার সময় প্রবল ঝড়ের কবলে ফেরির পল্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। এরপর সেটি ধীরে ধীরে ডুবে যায়। এ সময় মাইক্রোবাস থেকে কাউকে সাতরিয়ে পাড়ে উঠতে দেখা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. আজিজুল হক। তিনি ঢাকা পোস্টকে বলেন, মাইক্রোবাসটি সম্ভবত ঢাকাতে যাত্রী আনার জন্য যাচ্ছিল। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠিয়েছি। উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।
মীর সামসুজ্জামান/এসপি