বাঘাইছড়িতে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও যুবদল নেতাসহ আহত ৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুইপক্ষের সংর্ঘষে ছাত্রদল ও যুবদল নেতাসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাঘাইছড়ি পৌর যুব দলের সদস্য মো. ইব্রাহিম ও বাঘাইছড়ি পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সভাপতি মো. মোশাররফ আর একজন বয়োজেষ্ঠ্য ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম পাওয়া যায়নি। আহতরা সকলে বাঘাইছড়ি পৌর এলাকার বাসিন্দা।
আহতরা বাঘাইছড়ি উপজেলা হাসপাতালে ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী বলেন, বিষয়টি তাদের ব্যক্তিগত, ফেসবুক পোস্টকে নিয়ে আমাদের কিছু ছেলে ঝামেলায় জড়ালে এতে তিনজন আহত হয়। আহতরা সবাই আমাদেরই। এই বিষয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন দলীয়শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
মিশু মল্লিক/আরকে