অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত
ময়মনসিংহের গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) বিকেলে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কের বারবাড়িয়া চারিপাড়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় চারিপাড়া বটতলা গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০) ও একই এলাকার আব্দুল কাদির ছেলে আকাশ (১৮)। তারা এলাকায় ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। তাদের এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।
গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহত আলফাজ ও আকাশ কেবিআই সড়কে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে চারিপাড়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলফাজের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমান উল্লাহ আকন্দ/এমজেইউ