ঈদোত নয়া পিড়ান পিন্দি ভালো খামো

রংপুরের জহিরুন নেছার বয়স পঞ্চাশের কাছাকাছি। চার বছর আগে স্বামী মারা গেছেন। দুই সন্তান নিয়ে নগরীর ধাপ এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। কখনো ছাত্রাবাসে, নয়তো বাসাবাড়িতে রান্নার কাজ করে সংসার টানছেন। করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকে মেসে তালা ঝুলছে। বাসাবাড়িতেও আগের মতো কেউ ডাকে না। দুই সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটে।
ঈদ ঘনিয়ে আসায় ছেলেমেয়ের নতুন কাপড়ের আবদার পূরণে চিন্তার ভাঁজ পড়েছিল কপালে। অন্যের সহযোগিতা ছাড়া ঈদ আনন্দে সন্তানদের সামিল করার সামর্থ্য ছিল না তার। অসহায়ত্বের এ সময়ে বিভিন্ন সংগঠনের ঈদ উপহারে কেটে গেছে কপালের ভাঁজ। ঈদে সন্তানের জন্য নতুন কাপড় আর ভালো খাবারের ব্যবস্থা হওয়ায় ভীষণ খুশি এই মা।
বুধবার (১২ মে) বিকেলে নগরীর ধাপ হাজীপাড়ার আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা মাঠে জহিরুন নেছার হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। জহিরুনের মতো পাঁচ শতাধিক দুস্থকে ঈদ উপহার হিসেবে পোলার চাল, তেল, সেমাই, চিনি, দুধ পাউডারসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে ফাউন্ডেশন এ আয়োজন করে।
উপহার হাতে আনন্দিত জহিরুন নেছা ঢাকা পোস্টকে বলেন, কাইল এক জাগা থাকি ছইল দুইটার ঈদের জনতে নয়া পিড়ান (কাপড়) দিছে। আইজ ফির পোলার চাউল, তেল, সেমাই, চিনি পানু। আল্লাহর রহমতে এবার ছইলগুলোর মুকোত হাসি থাকপে। গরিবের জনতে এ উপহার মেলা কিছু। ঈদোত নয়া পিড়ান পিন্দি (পরিধান) ভালোয় খামো। ছইলগুল্যা খুবে খুশি হইবে।
নগরীর বিভিন্ন এলাকার ৫০০ অসহায় দুস্থ পরিবারকে ইচ্ছে ফাউন্ডেশন দিয়েছে ঈদ সামগ্রী। বিকেলে উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম, সমাজ উন্নয়নকর্মী কণ্ঠশিল্পী অন্তর রহমান, সাংস্কৃতিক সংগঠক জহির আলম নয়ন, ব্রিটিশ পর্তুগিজ চেম্বার অব কমার্সের সদস্য ও ইচ্ছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভির আহমেদ তুষার, সমাজসেবক আসিফ জোয়ার্দার মিলার প্রমুখ।
একই দিনে রংপুর নগরীতে পথশিশু, ভবঘুরে ও অসহায়দের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই পাশে রংপুর, বাংলার চোখ, মানবতার পথিক, তারুণ্যের আলো ও ডিআরডি।
এছাড়া রংপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ছাত্রদল ও লেখকদের সংগঠন ফিরে দেখা থেকে রংপুরসহ বিভিন্ন উপজেলাতে প্রায় তিন হাজার দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএম