কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াছিন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লা পোস্ট অফিসপাড়া এলাকা থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত ইয়াছিন উপজেলার বল্লা সিংগাইর এলাকার দীন ইলাহির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইয়াছিনসহ প্রায় ১০ থেকে ১২ জন যুবক বল্লা পোস্ট অফিস পাড়া এলাকায় বিশুর বাড়িতে পরিত্যক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতো। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা। শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধাঁরালো অস্ত্রের আঘাতের আলামত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, নিহতের হাত ও পা ভাঙা রয়েছে। এছাড়া শরীরে ধাঁরালো অস্ত্রের আঘাত রয়েছে। থানা পুলিশ ও সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, ওই যুবকসহ আরও বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
অভিজিৎ ঘোষ/জেডএস