বরিশালে ১০ হাজার মানুষের ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে বরিশালের ছয় উপজেলার কয়েক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ঈদ উদযাপন করেন।
তবে অধিকাংশ ঈদ জামাতে ছিল স্বাস্থ্যবিধি উপেক্ষিত। মসজিদে আগত মুসল্লিদের মুখে ছিল না মাস্ক। অনেকেই মানেননি সামাজিক দূরত্ব।
চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা আজ ঈদ উদযাপন করলেন।
বরিশাল নগরীর শতাধিক বাসিন্দাসহ, বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ উপজেলার ১০ হাজারের অধিক মানুষ ঈদ উদযাপন করেন।
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজী বাড়ি জামে মসজিদের সভাপতি আমীর হোসেন মিঠু বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত হয়েছে। তারপরও কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানেননি।
তিনি বলেন, যুগের পর যুগ ধরে আমরা ইসলামের বিধান মতে পবিত্র মক্কা নগরীর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি।
সৈয়দ মেহেদী হাসান/এএম