গাংনীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ১
মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র ও ধারালো হাসুয়াসহ রাশেদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিস-৩ গাংনী ক্যাম্প।
বুধবার (০২ অক্টোবর) দুপুরে র্যাব-১২ সিপিস-৩ গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রাশেদুল গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে।
গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি এনামুল হক জানান, মঙ্গলবার (০১ অক্টোবর) দিনগত রাত সােয়া ২টার দিকে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদুলের নিজ গ্রাম থেকে তাকে অস্ত্রসহ আটক করে। পূর্ব শত্রুতার কারণে তিনি একই গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য তার বসতবাড়ির রান্না ঘরে একটি দেশীয় তৈরি শার্টারগান ও একটি হাসুয়া রেখে র্যাবকে খবর দিয়েছিলেন।
অভিযানের সময় রাশিদুলের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি অন্যকে ফাঁসানোর কথা স্বীকার করেন। রাশেদুলকে আলামতসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
আকতারুজ্জামান/এফআরএস