ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের ইটভাটায় জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে এক ইউপি চেয়ারম্যানের ইটভাটায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী উপজেলার বাচোর ইউনিয়নের মধুয়াবাড়ী সুন্দরপুর এলাকায় জেএমকে ইটভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটার মালিক জিতেন্দ্র নাথ বর্মণ রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এ বিষয়ে ফজলে রব্বানী চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও কোনো অনুমতি ছাড়াই এই ইটভাটা পরিচালনা করে আসছেন জিতেন্দ্র নাথ বর্মণ। আজ তার ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় তিনি কোনো প্রকার কাগজ দেখাতে না পারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কিছু কাঁচা ইটসহ ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়।
অভিযানে রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক হোসেনসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএ