বাংলাবাজার ঘাটে যাত্রীদের চাপ

ঈদের পরদিনও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী ও ঘরমুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে বিরতিহীনভাবে চলছে তিন-চারটি ফেরি। শনিবার (১৫ মে) সকালে ঘাটে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়তে থাকে।
তবে ঢাকামুখী যাত্রীদের ভিড় এখনো তেমন শুরু হয়নি। বাংলাবাজার থেকে স্বল্প সংখ্যক যাত্রী নিয়েই ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যারা ঈদের আগে বাড়িতে ফিরতে পারেননি, তারা এখন বাড়ি ফিরছেন। বাড়ি ফেরাদের সংখ্যা এখনও প্রচুর। প্রত্যেকটি ফেরিতেই প্রচুর যাত্রী রয়েছে। একইসঙ্গে হালকা যানবাহনও রয়েছে।
লকডাউন ও সরকারি বিধিনিষেধের কারণে দূরপাল্লার যানবাহন, যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ঈদের আগে বাড়ি ফেরা নিয়ে গত এক সপ্তাহ ধরে নানা ঘটনা ঘটে চলছে। গত বুধবার (১২ মে) ফেরিতে প্রচণ্ড ভিড়ে গরমের কারণে পাঁচ যাত্রীর মৃত্যু হয়। এরপর থেকেই অতিরিক্ত যাত্রী যাতে না তোলা হয় সেদিকে ফেরি কর্তৃপক্ষের কড়া নজর রয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে ফেরির সংখ্যাও।
ঘাট সূত্রে জানা যায়, সকাল থেকে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ফেরিঘাটের সবগুলো ঘাট চালু থাকায় শিমুলিয়া থেকে একযোগে তিন-চারটি ফেরি যাত্রী ও হালকা যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটে আসছে। বাংলাবাজার ঘাটে যাত্রী নামিয়ে দিয়েই ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। তবে ঢাকায় ফেরার চাপ এখনও বাড়েনি। রোববার ভোর থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বাড়তে পারে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে । শিমুলিয়া থেকে ঘরমুখী প্রচুর যাত্রী বাংলাবাজার ঘাটে আসছে, যেটা চোখে পড়ার মতো। ঢাকামুখী যাত্রীদের চাপ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে।
নাজমুল মোড়ল/আরএআর