আবহাওয়া অনুকূলে এলে শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হবে

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাতাসের কারণে পদ্মা উত্তাল হয়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হিলাল জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৪টি ছোট-বড় ফেরি যানবাহনের পাশাপাশি যাত্রী অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হছে।
তিনি জানান, শিমুলিয়া প্রান্তে কোনো যানজট কিংবা যাত্রীদের ভিড় নেই। তবে আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এমএএস