ঈদের পরদিনই ঢাকায় ফিরছে মানুষ

ঈদের পরদিনই ঢাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে শনিবার (১৫ মে) বিকেল থেকে যাত্রীদের চাপ ছিল।
তবে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের সবগুলো ফেরি চলাচল করায় অনায়াসে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
ঘাট সূত্রে জানা যায়, স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষ পাটুরিয়া হয়ে বাড়ি গেছে। এবার ঈদের ছুটি কম; তাই ঢাকায় ফিরতে শুরু করেছে। সকাল থেকে ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ কম থাকলেও বিকেলে যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যায়। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ভোগান্তি ছাড়াই গন্তব্যে যেতে পারছে সবাই।
ঢাকামুখী যাত্রীরা জানান, দূরপাল্লার বাস বন্ধ থাকায় জেলার বাস ও ছোট যানবাহনে ভেঙে ভেঙে ঢাকায় ফিরছেন। ফেরিঘাট থেকে ঢাকায় যেতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে যাত্রীদের। ঢাকা-পাটুরিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কে কিছুটা ভোগান্তিতে পড়ছেন তারা। আগামী দুদিন যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে, সঙ্গে ভোগান্তিও। এজন্য ঈদের পরদিনই কর্মস্থলে ফিরছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশেন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ঢাকামুখী যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে সবগুলো ফেরি চলছে। যাত্রীদের অসুবিধা হচ্ছে না।
সোহেল হোসেন/এএম