৯ ঘণ্টার ব্যবধানে আরো দুইজনের মৃত্যু

খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে করোনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, খুলনার রূপসার মো. বাদশা মিয়া (৫৫) এবং গোপালগঞ্জের মোকছেদপুরের মো. বিশনু খা (৫৫)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনা করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আরো ৬ জন।
খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুর সোয়া ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপসার মিল্কি দেয়াড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. বাদশা মিয়া মৃত্যুবরণ করেন। তিনি ২৪ এপ্রিল খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীয় অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এর ৯ ঘণ্টা আগে রোববার ভোররাত ৩টা ১০ মিনিটে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশনু খা নামে আরেক রোগীর মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার মৃত. নকুল খার ছেলে। গত ১১ মে তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। রেডজোনে ৩৯ জন এবং ইয়োলো জোনে ২৪ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৬ জন। রোববরা সকাল ৮টা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। পরে দুপুর সোয়া ১২টায় আরেকজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সূত্র নিশ্চিত করেছে।
মোহাম্মদ মিলন/এমএএস