সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী গ্রেফতার

সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইনজীবী শাহ আলম সাতক্ষীরা জজকোর্ট সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানউল্ল্যাহ সবুজ বলেন, আইনজীবী শাহ আলম সাহেবকে গ্রেফতার করা হয়েছে বলে শুনছি। তবে এ ব্যাপারে আমি বিস্তারিত জানি না।
সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, শিক্ষানবিশ আইনজীবী লেখক আলীর দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহ আলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, লিয়াকত আলী নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে অশ্লীল ভাষাই গালাগাল করে ইলেকট্রনিক্স ডিভাইস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে লেখক আলী নামে আরেক শিক্ষানবিশ আইনজীবী ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।
আকরামুল/এমএএস